নাভালনিকে বিষপ্রয়োগের ব্যাপারে নির্বিকার পুতিন
বার্লিন : গতকাল চিকিত্সারত রুশ বিরোধী নেতা আলেক্সি নাভালনির সম্পর্কে জার্মান সরকার জানিয়েছে যে , তাঁর শরীরে বিষ প্রয়োগ করা হয়েছিল।আর , তিনি চিকিত্সায় সাড়াও দিচ্ছেন ।তবে, এখনও আশঙ্কাজনক অবস্থা। নাভালনির মতো সরকার বিরোধী নেতার দেহে কেনো এবং কিভাবে বিষপ্রয়োগ করা হয়েছিল এইবিষয়ে একযোগে সরব হয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্বেলের সঙ্গে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনও। প্রতিবাদ মুখর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী নেতা ও প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। তবে,প্রবল পুতিন বিরোধী
Read more