দক্ষিণ মেক্সিকোতে সুনামির আশঙ্কা: জানায় ইউ এস জি এস (ইউনাইটেড স্টেট্স জিওলজিক্যাল সার্ভে)

দক্ষিণ মেক্সিকোতে সুনামির আশঙ্কা: জানায় ইউ এস জি এস (ইউনাইটেড স্টেট্স জিওলজিক্যাল সার্ভে)

বৃহস্পতিবারে এক শক্তিশালী রিক্টার স্কেলের ৮.১ মাত্রার ভূমিকম্প কাঁপালো দক্ষিণ মেক্সিকোকে। আবহাওয়া দফতর ৩ মিটার অর্থাৎ ১০ ফুটের সুনামির আশঙ্কাও করেছে।
  ভূমিকম্পটি প্যাসিফিক মহাসাগরের দূরবর্তী এলাকায় প্রায় ৭৫ মাইল অর্থাৎ ১২০ কিলোমিটার দূরে চিয়াপাস রাজ্যের দক্ষিণ-পশ্চিম শহর ট্রেস পিকোসে হয়েছে। সুনামির সতর্কবার্তা দেওয়া হয় মেক্সিকোর সমুদ্র উপকূল এলাকাগুলিতে, মধ্যম আমেরিকার গুয়াটেমালা, এল সালভাডোর, কোস্টা রিকা, নিকারাগুয়া, পানামা আর হন্ডুরাসেও। এমনকি আমেরিকার দূরদক্ষিন দেশের ইকোয়াডর অবধিও আছঁড়ে পড়তে পারে এই সুনামি।
  মেক্সিকো শহরেও ভূমিকম্পটি বোঝা যায় ও তার পরেই ভূমিকম্পের সাইরেন শুনে সকলেই বাড়ি থেকে বেরিয়ে প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকে। এখনো পর্যন্ত কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।