ISIS শীর্ষ কম্যান্ডোরা নিহত সিরিয়ায়।
শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক থেকে খবর পাওয়া গেছে যে সিরিয়ার ডেয়ার ওজুরের শহরে এক জঙ্গিঘাঁটিতে রুশ বিমান বাহিনী আকাশ পথে হানা দেয়। সেই অপ্রত্যাশিত হামলায় প্রায় ৪০ জন আতঙ্কবাদীদের প্রাণহানি হয়। তাঁদের মধ্যে ছিল ISIS এর শীর্ষ কম্যান্ডোরা। আবু মোহাম্মদ আল সিমলি, ডেয়ার ওজুরের প্রধান কম্যান্ডারও আছে সেই মৃত জঙ্গিদের তালিকায়।