নিরীহ পথচারীদের পিষে হত্যা আইএসের

নিরীহ পথচারীদের পিষে হত্যা আইএসের

বার্সেলোনায় মৃত্যুমিছিল নিরীহ পথচারীদের পিষে হত্যা আইএসের

বার্সেলোনা: লন্ডন, বার্লিন, নিসের ফর্মুলায় বার্সেলোনার ব্যস্ত রাস্তা লা রামব্লায় ভ্যান পিষে দিল ১৩ জনকে। আচমকা হামলায় সাধারণ মানুষ দিশেহারা হওয়ার সুযোগে  গাড়ি থেকে নেমে এলোপাথাড়ি গুলি চালাতে থাকল আর এক দল। সম্ভবত এই দশকের সবথেকে বড় নাশকতা। সন্দেহভাজন পাঁচজনকে নিকেষ করেছেন নিরাপত্তারক্ষীরা । তবে, প্রধান হামলকারী অধরা।  ঘটনার দায় নিয়ে আইএস মুখপাত্র আমাকে জানিয়েছে এটা তাদের যোদ্ধার কাজ।

গ্রীষ্মের মরসুমেপ্রচুর ভিনদেশি বার্সেলোনায় বেড়াতে যান । পর্যটকদের হাঁটার জন্য বিশেষ জায়গা হল লা রামব্লা। এই এলাকায় রয়েছে প্রচুর দোকান, রেস্তোঁরা, বার। এমন জনবহুল স্থানকেই  নিশানা করে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীদের মতে ভ্যানটি ৮০-৮৫ কিলোমিটার গতিতে ধাক্কা মারতে মারতে পিষে দেয় বহু পর্যটককে। এরপর ওই গাড়ি থেকে একজন নেমে বারের মধ্যে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। যুগপৎ ধাক্কায় তখন দিশেহারা অবস্থা সকলের। নাশকতা চালিয়ে এরপর হামলাকারীরা গা ঢাকা দেয়। ঘটনার কয়েক মিনিটের মধ্যে লা রামব্লাতে দ্রুত পৌঁছে যান নিরাপত্তারক্ষীরা । ওই এলাকায় বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি শুরু হয়। বার্সেলোনা পুলিশ জানিয়েছে ১৮টি দেশের নাগরিকরা হামলার শিকার হয়েছেন। সবমিলিয়ে ২৫ জনের মৃত্যুর খবর এসেছে। জখম শতাধিক। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীদের পাঁচজনকে খতম করে মারে পুলিশ। 

তবে মূল হামলাকারী অর্থাৎ ভ্যানের চালককে হন্যে হয়ে খুঁজছেন নিরাপত্তারক্ষীরা। ইসলামিক স্টেটকে রীতিমতো যুদ্ধজয়ের মেজাজে দেখা যায় হামলার কিছু পরে।  ঘটনার দায় নিয়ে আইএস এর দলীয় মুখপত্র জানায় তাদের সৈনিক এই হামলা চালিয়েছে। জোট শক্তির বিরুদ্ধে এটি একটি বার্তা। মার্কিন নেতৃত্বে থাকা আইএস বিরোধী অভিযানে স্পেন যোগ দিয়েছে। এর বদলা নিতে এই হামলা বলে আইএস বুঝিয়ে দিয়েছে। তবে বার্সেলোনার ঘটনায় গোটা বিশ্ব স্পেনের পাশে দাঁড়িয়েছে।   স্পেনের তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়ার নির্দেশে শুক্রবার বেলা ১০ টায় দেশজুড়ে এক মিনিটের নীরবতা পালন করা হবে। সুষমা স্বরাজ ট্যুইটে জানিয়েছেন, হামলায় কোনও ভারতীয়র হতাহতের খবর নেই ৷ ভারতীয় দূতাবাস পুরো বিষয়টির উপর নজর রাখছে ৷ তিনি আরও জানান দরকারে ভারতীয়রা +৩৪-৬০৮৭৬৯৩৩৫ নম্বরে ফোন করতে পারেন।