নীল তিমির নামেই আতঙ্ক? নীল তিমির এই জিনিসটি সারা বিশ্বে দুর্মূল্য।

নীল তিমির নামেই আতঙ্ক? নীল তিমির এই জিনিসটি সারা বিশ্বে দুর্মূল্য।

পোষা কুকুরের সাথে সমুদ্র সৈকতে হাটছিলেন লন্ডনের নর্থ ওয়েলসের সেই ভদ্রলোক যখন তাঁর কুকুরটি এক পাথর আকৃতির পদার্থের সামনে গিয়ে মালিকের মনোযোগটি সেই পদার্থের ওপরে গিয়ে পরে। আকর্ষণীয় পদার্থটি দেখে তিনি ওটাকে ঘরে নিয়ে যান। জিনিসটি কি জানতে উৎসুক হয়ে তিনি সেই পদার্থটি বিশেষজ্ঞদের দেখান এবং তাঁরা নিশ্চিত করেন যে ওটা তিমি মাছের অতি মূল্যবান বমি।
  হ্যাঁ, সেই জিনিসটি হল তিমি মাছের বমি যার সুগন্ধি বাজারে সোনার মতন দাম। এই পদার্থটির নাম হলো 'Ambergris' যেটা তিমি মাছের ক্ষুদ্রান্ত থেকে উৎপন্ন হয় স্কুইডের ধারালো সুরগুলোর থেকে রক্ষা দেওয়ার জন্য। এই উৎপাদনটি পুরপুরিই প্রাকৃতিক। সমুদ্র সৈকতে পাওয়া সেই অমূল্য রত্নটির ওজন ১.১ কিলো এবং আয়তনে হল ৮ ইঞ্চিX ৬ ইঞ্চি।
  নর্থ ওয়েলসের সেই ভদ্রলোকটি তিমি মাছের ওই বমিটিকে খুব শীঘ্রই নীলামে ওঠাবেন, এবং আশা করা যাচ্ছে যে ৭০০০ পাউন্ড অবধি ও উঠতে পারে নিলাম-ডাক।