প্লাষ্টিক ব্যাগে সদ্যোজাত :ক্যুরিয়ার করেছিলেন মা

প্লাষ্টিক ব্যাগে সদ্যোজাত :ক্যুরিয়ার করেছিলেন মা

প্লাষ্টিক ব্যাগে সদ্যোজাত :ক্যুরিয়ার করেছিলেন মা 
বেজিং: অনাথ আশ্রমে একটি ক্যুরিয়ার ডেলিভারি করার কথা ছিল তার ৷ আচমকা ক্যুরিয়ারের ব্যাগ থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে একপ্রকার চমকে যান ডেলিভারি বয় ৷ শুধু কান্না নয়, ক্যুরিয়ারের ব্যাগটির মধ্যে কিছু একটা নড়াচড়া করছে দেখতে পান তিনি ৷ তারপর তড়িঘড়ি মাঝরাস্তায় প্লাস্টিকের ব্যাগটি খুলে হতবাক হয়ে যান তিনি ৷ প্লাস্টিকের ব্যাগে মধ্যে রয়েছে সদ্যোজাত কন্যা সন্তান ৷ গোটা ঘটনার ভিডিওটি সম্প্রতি সামনে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভিডিওতে দেখা গিয়েছে কালো প্লাস্টিক থেকে উদ্ধার করা হচ্ছে শিশুটিকে। জঘন্য এই ঘটনাটি ঘটেছে চিনের ফিঝোউ প্রদেশে ৷জানা গিয়েছে, সদ্যোজাতর ২২ বছরের মা তাকে প্লাস্টিকে মুড়ে ক্যুরিয়ার করার চেষ্টা করেছিলেন ৷ প্রথমে ক্যুরিয়ারটি নেওয়ার সময় ডেলিভারি বয় সেটি চেক করতে চেয়েছিলেন ৷ কিন্তু ওই মহিলা সেটি খুলতে মানা করেছিলেন ৷ শিশুটিকে উদ্ধার করে ডেলিভারি বয় সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন ৷পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শিশুটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷ কিন্তু কেন ওই মহিলা এমন কাজ করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ ৷