উচ্চ মাধ্যমিকে পরীক্ষাসূচি বদল
নিউজ ডেস্ক – জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষার সঙ্গে সময় – সংঘাত এড়ানোর জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৪ দিনের সূচি বদল করা হয়েছে। আগেকার পরীক্ষার সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ২ এপ্রিল এবং শেষ হওয়ার কথা ছিল ২০ এপ্রিল। বদল হওয়া সূচি অনুযায়ী এবার পরীক্ষা শেষ হবে ২৬ এপ্রিল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য জানান, অনেক ছাত্র ছাত্রী দুটি পরীক্ষাতেই বসে। তাদের যাতে কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখেই পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সংসদের ওয়েবসাইটে পরীক্ষার পরিবর্তিত সময়সূচি দেওয়া হয়েছে।