দিল্লি মাইনরিটি কমিশনের উপদেষ্টা পদে নির্বাচিত হলেন বাংলার সুরমান আলী মন্ডল 

দিল্লি মাইনরিটি কমিশনের উপদেষ্টা পদে নির্বাচিত হলেন বাংলার সুরমান আলী মন্ডল 

বিশেষ প্রতিনিধিঃবর্ধমানের তরুণ তুর্কী বলে পরিচিত , তথা বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান সুরমান আলি মন্ডল দিল্লি মাইনরিটি কমিশনের উপদেষ্টা হিসেবে নির্বাচিত হলেন । দিল্লি সরকারি দপ্তরেরই একটি প্রতিষ্ঠান দিল্লি মাইনরিটি কমিশন ।

দিল্লির সংখ্যালঘুদের কল্যাণের জন্যই গঠিত এই কমিশনে সুরমান আলি নির্বাচিত হওয়ায় বাংলাতেও বেশ প্রভাব পড়েছে ।
কারণ ,পশ্চিমবঙ্গ থেকে বিপুল সংখক মানুষ রুটিরুজির জন্য দিল্লিতে বাস করেন  এবং তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। সুরমান আলী নির্বাচিত হওয়ায় তাই সকলেই সাধুবাদ জানিয়েছেন।সঙ্গে দেখছেন নতুন আশার আলো। 
এব্যাপারে সুরমান আলী মন্ডলকে প্রশ্ন করায় তিনি বলেন যে, এবিষয়টি তিনি ভীষণভাবে অবগত আছেন । কেন্দ্রীয় মন্ত্রী মোক্তার আব্বাস নাকভি এবং দিল্লির মুখমন্ত্রী কেজরিলালের সঙ্গে তার ভীষণ ভালো সম্পর্ক । তাঁদের আন্তরিক সমর্থনেই তিনি এই পদে আসীন হয়েছেন ।  সুতরাং তাঁদের সাহায্যে তিনি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্বাস্থ্য  শিক্ষার উন্নয়নের জন্য কাজ করবেন ।এছাড়াও বিশেষভাবে পশ্চিমবঙ্গ থেকে যারা দিল্লি গিয়ে থাকার সমস্যা অনুভব করেন তাদের জন্য হোস্টেলের ব্যবস্থা করার জন্য সচেষ্ট হবেন।
প্রসঙ্গত উল্লেখ্য -ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অধীনে মধ্যপ্রদেশ সেন্ট্রাল ওয়ার হাউস কর্পোরেশন অফ ইন্ডিয়ায় ২০২০ অব্দি দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি।