কেন্দ্রের বিপিসিএল অংশীদারি বিক্রিতে ভর্তুকির প্রশ্নে সংশয়

কেন্দ্রের বিপিসিএল অংশীদারি বিক্রিতে ভর্তুকির প্রশ্নে সংশয়

নিউজ ডেস্ক:-   রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়ামে (বিপিসিএল) নিজেদের পুরো অংশীদারি (৫২.৯৮%) বিক্রি করবে কেন্দ্র। কিন্তু সংস্থার বেসরকারিকরণ হলে রান্নার গ্যাসের ভর্তুকি দেওয়ার প্রক্রিয়া চালু থাকবে কিনা এব্যপারে সংসদে অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সংস্থায় কেন্দ্রের অংশীদারি কেনার জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহপত্র জমা পড়ার পরেই শুরু হবে আর্থিক দরপত্রের প্রক্রিয়া।
                          তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, রান্নার গ্যাসের ভর্তুকি দেওয়া বন্ধ হয়নি। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দামের ওঠাপড়ার সঙ্গে ভর্তুকির অঙ্কও কমে বা বাড়ে। ভর্তুকিহীন ও ভর্তুকিযোগ্য সিলিন্ডারের দামের ফারাক কমায় কার্যত ভর্তুকি দেওয়ার প্রয়োজন পড়েনি। ওই ফারাকের অঙ্কই ভর্তুকি হিসেবে গ্রাহকদের দেয় কেন্দ্র।