ভাড়াবৃদ্ধির দাবিতে ২১শে সেপ্টেম্বর কলকাতায় টাক্সি ধর্মঘটের ডাক AITUC’র

ভাড়াবৃদ্ধির দাবিতে ২১শে সেপ্টেম্বর কলকাতায় টাক্সি ধর্মঘটের ডাক AITUC’র

নিউজ ডেস্ক:-  ভাড়াবৃদ্ধির দাবিতে আগামী সোমবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর টাক্সি ধর্মঘটের ডাক দিল এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি সংগঠন। শুক্রবার সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২১ সেপ্টেম্বর ২৪ ঘণ্টা ট্যাক্সি ধর্মঘট হবে। এর পাশাপাশি ওইদিন পরিবহণ ভবনে ধরনা কর্মসূচিও নেওয়া হবে। সকাল সাড়ে ১১ টার সময় নির্মলচন্দ্র স্ট্রিট থেকে মিছিল করে ট্যাক্সি চালকরা যাবেন পরিবহণ ভবন। তাঁদের দাবি, ডিজেলের দাম দিন বাড়লেও ভাড়া বৃদ্ধির ব্যাপারে সরকারের কোনও হেলদোল নেই। প্রথম দু কিলোমিটারের ভাড়া ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা এবং পরে প্রতি কিলোমিটার ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করার দাবি জানানো হয়েছে।