স্নাতকোত্তর, বিএড, এমএড-এ ভর্তি ১লা নভেম্বর থেকে
নিউজ ডেস্ক:- রাজ্যে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ১ নভেম্বর থেকে। একই সঙ্গে বিএড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে বিএড এবং এমএড কোর্সেও ভর্তি প্রক্রিয়া শুরু হবে। করোনা পরিস্থিতিতে এবছর স্নাতক স্তরের মতো স্নাতকোত্তর স্তরের পুরো ভর্তি প্রক্রিয়াটাই অনলাইনে হবে। আবেদন করা থেকে শুরু করে ভর্তির জন্য ব্যাঙ্কে টাকা জমা দেওয়া— পুরোটাই অনলাইনে। বিএড এবং এমএড কোর্সের ভর্তিও একই পদ্ধতিতে হবে। সম্প্রতি এ নিয়ে নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা ব্যানার্জি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে দ্রুত শেষ করে ক্লাসটা তাড়াতাড়ি শুরু করা। এবছর ইতিমধ্যেই অনেকটা সময় নষ্ট হয়েছে। ডিসেম্বর মাসের গোড়াতেই ক্লাস শুরু করার চেষ্টা করা হবে।’