এমপি / সাংসদদের বেতন কমল ৩০ শতাংশ হারে

এমপি / সাংসদদের বেতন কমল ৩০ শতাংশ হারে

নিউজ ডেস্ক:- এমপি ল্যাডের টাকা বন্ধ হল; বিপক্ষ দলগুলির বিরোধিতা সত্ত্বেও লোকসভায় পাশ হয়ে গেল ‘দ্য স্যালারি অ্যালাওয়েন্স অ্যান্ড পেনশন অব মেম্বার অব পার্লামেন্ট (সংশোধনী) বিল ২০২০’ধ্বনি ভোটে। একবছরের জন্য এমপিদের বেতন ৩০ শতাংশ করে হ্রাস করা হয়েছে। কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী, কে সুরেশের মতো এমপিরাও বিলের বিরোধিতা করেন। কিন্তু ধ্বনিভোটে তা বাতিল হয়ে যায়। অনায়াসে বিল পাশ করিয়ে নেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি। সংসদে হাজিরা দিলে প্রত্যেকদিন দু’হাজার টাকা করে পান এমপিরা। তবে করোনা আবহে, যেসব এমপির বয়স ৬৫ বছরের বেশি এবং অন্য কোনও রোগ রয়েছে, তাঁদের সংসদে আসাটা আপেক্ষিক, জানিয়েছেন স্পিকার ওম বিড়লা এবং চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।