সেপ্টেম্বরে রাজ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় স্থগিতাদেশ মুখ্যমন্ত্রীর

সেপ্টেম্বরে রাজ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় স্থগিতাদেশ মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক:-  সেপ্টেম্বর মাসজুড়ে রাজ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়ে আর কোনও পরীক্ষা হবে না। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে অনলাইনে পরীক্ষার সম্ভাবনা খতিয়ে দেখতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফাইনাল টার্মের পরীক্ষার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।  একইসাথে শীর্ষ আদালত জানায়, অনিচ্ছুক রাজ্য চাইলে বিপর্যয় মোকাবিলা আইনের মাধ্যমে তা বাতিল করে পরবর্তী তারিখ UGC-কে জানাতে পারে। সেইমতোই করোনাকালে পড়ুয়াদের স্বস্তির খবর শোনান মুখ্যমন্ত্রী।