এবারে মহালয়ায় দক্ষিণেশ্বরে পিতৃ তর্পনেও নিষেধাজ্ঞা

এবারে মহালয়ায় দক্ষিণেশ্বরে পিতৃ তর্পনেও নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক:- ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মহালয়া। ওইদিন সকালে বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির। তৎসহ এবার মন্দিরের ঘাটগুলিতেও করা যাবে না পিতৃ-তর্পনও। দক্ষিণেশ্বরে যে তিনটি গঙ্গার ঘাট রয়েছে, তার কোনওটিতেই ঐ দিন কেউ তর্পণ করতে পারবেন না। করোনা সংক্রমণ রোধে, এমনই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। ঐ দিন সকালে দক্ষিণেশ্বর মন্দির বন্ধ থাকবে।
                    অবশ্য মন্দির খোলা থাকবে দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত। দেবীপক্ষের সূচনায় অসংখ্য মানুষ মাতৃদর্শনে আসেন। তাঁরা যাতে বঞ্চিত না হন, তার জন্যই দুপুর ৩ টে দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন।
                   দক্ষিণেশ্বর মন্দিরের সম্পাদক কুশল চৌধুরি বলেন, তর্পণ হলে যে পরিমাণ ভিড় হয় তাতে পুলিশের পক্ষেও সামলানো মুশকিল হয়ে যাবে। তাই এবছর মন্দিরের ঘাটগুলিতে তর্পণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”    
                   প্রায় আড়াই মাস পর জুন মাসে অগণিত ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের গেট, মন্দির কমিটির নতুন নির্দেশিকা মেনে।