প্রতারণা চক্রে এবার মেট্রোর স্মার্ট কার্ডে রিচার্জ
নিউজ ডেস্ক:-প্রতারকদের নজরে অবশেষে মেট্রোর স্মার্ট কার্ড! নতুন এই প্রতারণার অভিযোগ পেয়ে চিন্তিত লালবাজার।।
প্রতি ক্ষেত্রেই ফোন করে বলা হয়েছে, “মেট্রো রেল থেকে ফোন করা হচ্ছে। আপনার স্মার্ট কার্ডটি রিচার্জ না করলে বন্ধ হয়ে যাবে। এখন অনলাইনেই কার্ড রিচার্জ হচ্ছে।” কেউ যদি জানান যে তাঁর স্মার্ট কার্ড আছে তখন জানতে চাওয়া হচ্ছে, তিনি কত টাকার রিচার্জ করতে চান। নির্দিষ্ট অঙ্ক বলার পরে জানানো হচ্ছে, একটি কিউআর কোড পাঠানো হচ্ছে। মোবাইলে থাকা যে কোনও লেনদেনের অ্যাপ থেকে সেটি স্ক্যান করে টাকা পাঠালেই কার্ড রিচার্জ হবে। অভিযোগ, সেই নির্দেশ মানার পরেই কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১০ হাজার আবার কারও তার বেশি টাকা উধাও হয়েছে। কলকাতা, ব্যারাকপুর এবং বিধাননগর থানায় এই ধরনের অভিযোগ জমা পড়তে শুরু করেছে।
লালবাজারের সাইবার শাখার এক পুলিশ আধিকারিকের মন্তব্য, “কিউআর কোড স্ক্যান করার আগে কত টাকা পাঠানোর জন্য স্ক্যানটি করা হচ্ছে সেটা যে কারও দেখা কর্তব্য।” কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, “মেট্রোর তরফে এ ধরনের ফোন করা হয় না। অ্যাপে বা মেট্রোর ওয়েবসাইটে গিয়ে রিচার্জ করার পাশাপাশি স্টেশন থেকেও কার্ড রিচার্জের সুবিধা থাকছে।”