পাঁচ দফা পরিকল্পনায় সহমত ভারত-চিন SCO মস্কোয়
ভারত-চিন সীমান্ত নিয়ে পূর্ব লাদাখে যে চরম সংঘাতের আবহ তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে দু-দেশই পাঁচ দফা পরিকল্পনা বিষয়ে একমত হয়েছে। তার মধ্যে অন্যতম হল, সীমান্ত ব্যবস্থপনা নিয়ে বর্তমান দু-দেশের মধ্যে যে সমস্ত চুক্তি ও প্রোটোকল রয়েছে, তা দু-পক্ষই অক্ষরে মেনে চলবে। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা যাতে বজায় থাকে, দু-দেশই সেই মতো চলবে। উত্তেজনা চড়তে পারে এমন কোনও পদক্ষেপ করা থেকে দু'পক্ষই নিজেদের বিরত রাখবে।
বৃহস্পতিবার রাতে মস্কোয় চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা হয় এস জয়শংকরের। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা মিলিত হয়েছেন মস্কোয়। ভারত ও চিন দু-দেশই SCO-র সদস্য। এই সাংহাই বৈঠকের বাইরেই ভারত ও চিনের বিদেশমন্ত্রী লাদাখ সমস্যা নিয়ে আলাদা ভাবে বৈঠকে বসেছিলেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে প্রায় দু-ঘণ্টা ধরে আলোচনা করেন ওয়াং ই। সেই আলোচনার প্রেক্ষিতেই উক্ত পাঁচটি বিষয়ে তাঁরা সহমত হয়েছেন। ভারত-চিন বিদেশমন্ত্রীর বৈঠক শেষ বৃহস্পতিবার গভীর রাতে দু-দেশের বিদেশমন্ত্রক যৌথ প্রেস বিবৃতি দেয়।