বিলগ্নিকরণের কোপে এবার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, চরম আতঙ্ক ও বিভ্রান্তিতে শ্রমিকরা।

বিলগ্নিকরণের কোপে এবার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, চরম আতঙ্ক ও বিভ্রান্তিতে শ্রমিকরা।


    নিউজ ডেস্ক-বেসরকারিকরণের তালিকায় এবার দুর্গাপুর ইস্পাত কারখানা (Durgapur Steel Plant)! অ্যালয় স্টিল প্ল্যান্টের পর ডিএসপি’র নাম বিলগ্নিকরণের তালিকায় দেখেই শোরগোল দুর্গাপুরের শ্রমিক মহলে। তীব্র আতঙ্কের পাশাপাশি ক্ষুব্ধ শ্রমিক সংগঠনগুলি। সত্যিই কি রাষ্ট্রায়ত্ব এই সংস্থাকে বেসরকারি হাতে ছেড়ে দিচ্ছে কেন্দ্র? বিভ্রান্তি কাটাতে অর্থ মন্ত্রকের কাছে চিঠি লিখলন, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া (SS Aluwalia) । গত ২৪ আগস্ট তার উত্তরে অর্থ মন্ত্রকের অধীনে থাকা ‘ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট এন্ড পাবলিক অ্যাসেট ম্যানেজেমেন্ট’ ২৬ টি সংস্থার একটি তালিকা দেয় তাঁকে। সেই তালিকায় সেইলের (SAIL) ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট, সালেমের সঙ্গে দুর্গাপুর স্টিল প্ল্যান্টেরও (DSP) নাম রয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে সিটু, আইএনটিটিইউসি ও বিএমএসও।