৪৫ বছর পর ফের সীমান্তে গুলি, LAC বরাবর চীনা ফৌজের তিন ব্যাটালিয়ন ও হামলা
নিউজ ডেস্ক- প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে কেন্দ্র করে তীব্র মাত্রায় পৌঁছল ভারত-চিন সংঘাত, এমনকি গুলিবর্ষণ পর্যন্ত, যা ৪৫ বছরে নজিরবিহীন। সোমবার প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে ভারতের সীমান্ত পেরিয়ে সোমবার রাতে ঢুকে পড়ার চেষ্টা করে লালফৌজ। ভারতীয় সেনা তৎক্ষণাৎ প্রতিরোধ করে। এরপরই গুলি চালাতে শুরু করে চীন।
এলএসি বরাবর আবারও বড় সংখ্যক চিনাসেনার মোতায়েন শুরু হয়েছে। জুনের মাঝামাঝি গলওয়ান সংঘাতকে কেন্দ্র করে একবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। অগস্টের শেষ থেকে চিন ফের নতুন করে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করলে, পরিস্থিতি আবার সংঘাতের দিকেই এগোচ্ছে। সোমবার (৭ সেপ্টেম্বর) চুশূলের মুখরি এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালায় চিনের পিপল'স লিবারেশন আর্মি।
কেন্দ্রীয় সরকার বলেছে, ভারতের ফরওয়ার্ড পজিশনের দিকে চীন অগ্রসর হয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। এরপর গুলি ছোঁড়ে শূন্যে। চীন একতরফা গুলিবর্ষণ করেছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়ার মরিয়া চেষ্টা করেছে চীনের কয়েকশো সেনা। ভারতীয় বাহিনী যথাযথভাবে সেই আগ্রাসন ঠেকিয়েছে। মঙ্গলবার দিনভর রেজাং লা এবং রিকাং লা অংশে দুই সেনা মুখোমুখি ছিল। ৪০ থেকে ৫০ জন লালফৌজ মুখাপারি পাহাড়ের দিকে এগতে শুরু করায় ফের মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এলএসির রেচিন লা'র কাছে ১ সেপ্টেম্বর পিএলএ পদাতিক ফোর্সের এক ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। স্পাঙ্গুর লেকের কাছে মোতায়েন করা হয়েছে আরও ২ ব্যাটালিয়ান। শিকওয়ানে থাকা চিনের ৬২ কম্বাইন্ড আর্মস ব্রিগেড থেকেই এই সৈন্য জড়ো করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার মস্কোয় সাংহাই সম্মেলনের ফাঁকে ভারত ও চিনের বিদেশমন্ত্রীদের মধ্যে প্রস্তাবিত বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে কূটনৈতিক শিবির।