ICICI-ভিডিয়োকন মামলা ৠজু: ব্যাংকের প্রাক্তন সিইও চন্দা কোছারের স্বামী গ্রেফতার
নিউজ ডেস্ক- ICICI-ভিডিয়োকন মামলায় আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও চন্দা কোছারের স্বামী দীপক কোছারকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED) । দীপক কোছারের বিরুদ্ধে বেশ কিছু তথ্য-প্রমাণ হাতে পাওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির ইডি অফিসে ডেকে পাঠানো হয়েছিল। জেরায় অনেক প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে না-পারায় তাঁকে গ্রেফতারির সিদ্ধান্ত নেয় এই আর্থিক বিষয়ক তদন্তকারী সংস্থা।
দীপক কোছারের কোম্পানি NuPower Renewables, ২০১০ সালে ICICI ব্যাংকের থেকে ঋণের অনুমোদন পাওয়ার পর পরই ভিডিয়োকন গ্রুপ থেকে ৬৪ কোটি টাকা ও মেটিক্স ফার্টিলাইজারের থেকে ৩২৫ কোটি টাকা বিনিয়োগ গ্রহণ করে।
চন্দা কোছার ICICI এর প্রধান থাকাকালীন কীভাবে ভিডিয়োকন ও মেটিক্স ফার্টিলাইজার ছাড়াও বেসরকারি কোম্পানিগুলি ঋণে অনুমোদন পেল, তার তদন্ত শুরু করেছে ইডি।