নিট পরীক্ষার্থীদের অগ্রাধিকারে ১১-১২ সেপ্টেম্বর রাজ্য লকডাউন প্রত্যাহারের আর্জি

নিট পরীক্ষার্থীদের অগ্রাধিকারে ১১-১২ সেপ্টেম্বর রাজ্য লকডাউন প্রত্যাহারের আর্জি

নিউজ ডেস্ক-আগামী ১৩ সেপ্টেম্বর মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা ‘নিট’। কিন্তু ১১ এবং ১২ সেপ্টেম্বর রাজ্যে পূর্বঘোষিত লকডাউন। দূর-দূরান্ত থেকে কলকাতা সহ অন্যান্য পরীক্ষাকেন্দ্রে ছেলেমেয়েরা  আগাম পৌঁছবেন কী করে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ১১ এবং ১২ সেপ্টেম্বরের লকডাউনের দিন পরিবর্তনের আর্জি জানিয়ে চিঠি পাঠাল অভিভাবকদের সংগঠন ‘টাগের্ট এমবিবিএস ফোরাম ফর বেঙ্গল’। সংগঠনের তরফে রঞ্জন রায় বলেন, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, ১১ এবং ১২ সেপ্টেম্বরের লকডাউনের দিন পরিবর্তন করা হোক।’ সেক্ষেত্রে পরীক্ষার্থীদের ১০ তারিখে কলকাতায় পৌঁছতে হবে। হোটেলে থাকতে হবে অন্তত তিনদিন। উক্ত অসুবিধার কথা ভেবেই লকডাউনের নির্ধারিত দিন পরিবর্তনের দাবি করেছেন অভিভাবকরা।