করোনার আসন্ন মোকাবিলায় WHO’র প্যানেলে নাম দেশের প্রাক্তন স্বাস্থ্যসচিব প্রীতি সুদানের

করোনার আসন্ন মোকাবিলায় WHO’র প্যানেলে নাম দেশের প্রাক্তন স্বাস্থ্যসচিব প্রীতি সুদানের

   নিউজ ডেস্ক:-মহামারীর শুরু থেকেই দেশের প্রস্তুতিতে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রকে থাকাকালীন সেই প্রাক্তন স্বাস্থ্যসচিব প্রীতি সুদান এবার যাচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (World Health Organisation) । করোনা মোকাবিলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ১১ সদস্যের প্যানেলে জায়গা পেয়েছেন তিনি। এই প্যানেলটি তৈরি করা হয়েছে মহামারীর প্রস্তুতি এবং মোকাবিলার জন্য নীতি নির্ধারণ করতে। ভারত-সহ WHO’র বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়োগের জন্য মনোনয়ন আহ্বান করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতের তরফে পাঠানো হয়েছিল প্রাক্তন বিদেশ সচিব বিজয় গোখলের নাম। খোদ প্রধানমন্ত্রীর দপ্তর নাকি তাঁর নামে ছাড়পত্র দিয়েছিল। কিন্তু প্যানেলের দুই প্রধান গোখলের পরিবর্তে প্রীতিকেই বেছে নেন।