এনআরসি নিয়ে অপপ্রচার করছেন মমতা - নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বললেন অমিত শাহ৷

এনআরসি নিয়ে অপপ্রচার করছেন মমতা - নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বললেন অমিত শাহ৷

কোলকাতা :এনআরসি নিয়ে অপপ্রচার করছেন মমতা৷নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের সভায় দাঁড়িয়ে বললেন অমিত শাহ৷বললেন,বিরোধী থাকার সময়অনুপ্রবেশকারী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়গলা ফাটিয়েছিলেন ৷ নেতাজি ইন্ডোরের সভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, এনআরসি নিয়ে অপপ্রচার চলছে৷ NRCনিয়ে মিথ্যাচার চালাচ্ছেনা তৃণমূল নেত্রী৷ এনআরসি নিয়ে ভুল বোঝানো হচ্ছে ৷হিন্দু শরণার্থীদের দেশ ছাড়তে হবে না| শিখ,খ্রিস্টান, বৌদ্ধ, জৈন শরণার্থীদেরও দেশ ছাড়তে হবে না৷শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে৷ বিল এনে নাগরিকত্ব দেওয়া হবে ৷’অমিত শাহ বলেন, এনআরসি নিয়ে বিজেপির নীতি স্পষ্ট৷"অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে৷অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াব৷নাগরিকত্ব সংশোধনী বিল আসবেই ৷"