মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাশে নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
হিউস্টন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাশে নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের উদ্দশ্যে বললেন, 'আমেরিকায় ৯/১১, ভারতে ২৬/১১ মুম্বই হামলা, এ সবের চক্রান্ত কোথায় হয়েছে, সবাই জানে।'
প্রধানমন্ত্রী ৫০ হাজারের বেশি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের জানালেন, সন্ত্রাস বন্ধ করার কথা মাথায় রেখেই জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে। পাকিস্তানের নাম না-করেই তিনি বলেন, 'ভারত যা-ই করে তাতে কিছু লোকের সমস্যা হয়। আসলে ওই মানুষগুলো নিজেদের দেশকে সামলাতে পারে না। নিজেদের দেশকে হিংসার স্বর্গরাজ্য বানিয়ে রেখেছে। এই মানুষগুলিই সন্ত্রাসবাদ ছড়ায় বিশ্বে। আমেরিকায় ৯/১১ থেকে ভারতে ২৬/১১ মুম্বই হামলা, দুটি ক্ষেত্রেই দোষীদের পাওয়া গিয়েছে একটিই দেশে।'
কয়েক দিন আগেই ডোনাল্ড ট্রাম্প একটি অনুষ্ঠানে বলেছিলেন, কট্টরপন্থী ইসলামিক সন্ত্রাসবাদের হাত থেকে নিরীহ মানুষদের প্রাণ বাঁচাতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। মোদি বলেন, 'আমাদের সংসদের উভয় কক্ষেই চলা বিতর্ক গোটা বিশ্ব দেখেছে। রাজ্যসভায় আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই। তবুও ৩৭০ ধারা বিলোপ দুটি কক্ষেই পাস হয়েছে ২ তৃতীয়ংশ গরিষ্ঠতায়।'