আলিপুর কোর্টে আগাম জামিনের আর্জি রাজীব কুমারের 

আলিপুর কোর্টে আগাম জামিনের আর্জি রাজীব কুমারের 

নবারুণ ব্যুরো: বৃহস্পতিবার রাতে আলিপুর আদালত বলেছিল, রাজীব কুমারকে ইচ্ছে করলে গ্রেফতার করতে পারে সিবিআই। এর জন্য কোনও পরোয়ানার প্রয়োজন নেই। শুক্রবার সেই আলিপুর আদালতেইকলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের আইনজীবিরা  জামিনের আবেদন করলেন । 

 গত শুক্রবার রাজীবের আইনি রক্ষাকবচ তুলে নিয়েছিল হাইকোর্ট । তারপর আদাজল খেয়ে নামে সিবিআই। দুবার রাজীবকে হাজিরার নোটিস দেয় সিবিআই  কিন্তু যাননি রাজীব কুমার।গত সোমবার রাজীব বারাসত আদালতে যান। সেখান থেকে জেলা জজ কোর্ট হয়ে মামলা গড়ায় আলিপুর আদালতে। কিন্তু প্রতিটি আদালতেই ধাক্কা খেতে হয় রাজীবকে। 

এর মধ্যেই শহর জুড়ে তল্লাশিতে নামে সিবিআই। একাধিক হোটেল, গেস্ট হাউস এমনকি আইপিএস আবাসনেও ম্যারাথন তল্লাশি চলে রাজীবের খোঁজে। রাজ্য পুলিশের ডিজিকে ইমেল করেও  রাজীব কুমারের ফোন নম্বর জানতে পারেনা  সিবিআই। শুক্রবার সকাল পর্যন্ত সিবিআই রাজীবকে খুঁজে না পেলেও রাজীব খুঁজে নেন  আইনি রাস্তা। এখন দেখার শনিবার আগাম জামিনের মামলা নিয়ে কী রায় দেয় আলিপুর কোর্ট।