হালিশহরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি

হালিশহরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি

নিজস্ব প্রতিনিধি,বারাকপুর: ফের বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে চললো গুলি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হালিশহরের উত্তর প্রসাদ নগর এলাকায়।

অভিযোগ, বিজেপির বিপুল  সিংয়ের বাড়ির সামনে পরপর চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এই গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপির কর্মী বিপুল সিং এর অভিযোগ তাকে উদ্দেশ্য করেই তার বাড়ির সামনেই গুলি চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। বিপুল বাবুর অভিযোগ বেশ কিছু দিন ধরেই তাকে পিস্তল দেখিয়ে হুমকি দিচ্ছিল এলাকার তৃণমূল কর্মীরা।

এই ঘটনার পর বুধবার সকালে নৈহাটি থানার পুলিশ ঘটনাস্থল আসে এবং বিপুল বাবুর বাড়ির সামনে পড়ে থাকা গুলির খোল উদ্ধার করে নিয়ে যায়।

তবে এলাকার তৃণমূলের হালিশহর পৌরসভার কাউন্সিলর কল্পনা বিশ্বাস জানান, কোন গুলির আওয়াজ শোনা যায়নি। নিজেরাই ঝামেলা করে তৃণমূলের উপর দায় চাপাতে চাইছে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে। 

এই ঘটনা জানার পর বিজপুরে বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায় ওই বিজেপি নেতা বিপুল সিংয়ের বাড়ি যান। এদিন শুভ্রাংশু রায় বলেন যে 'পুলিশ এখন তৃণমূলের হার্মাদ হিসাবে কাজ করছে। তাই পুলিশ এখানে এসে বিপুল সিং ও এলাকাবাসীদের এই গুলি চালানোর ঘটনা নিয়ে বেশি কাউকে বা মিডিয়াকে জানাতে নিষেধ করে গেছে। এই ঘটনা থেকেই স্পষ্ট যে এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সম্পূর্ণ ব্যর্থ।'তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।