যুবকের আত্মহত্যায় এলাকায় চাঞ্চল্য

যুবকের আত্মহত্যায় এলাকায় চাঞ্চল্য

দেবব্রত ভাওয়াল,১৬ জুন ,উদয়পুর:আজ সকালে কাকড়াবন রানীতে স্থানীয় এক আইসক্রিম বিক্রেতা বিশ্বজিৎ দেবনাথের(১৮) দেহ গাছের উপর ঝুলন্ত অবস্থায় দেখার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশকে খবর দেওয়া হলে তদন্তে নামে পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান এটা আত্ম্যহত্যার ঘটনা। তবে , আত্ম্যহত্যার কারন জানা যায়নি ।এলাকায়  গভীর শোকের ছায়া নেমে এসেছে।