নদিয়ার সভায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ অভিষেকের
অজয় মুখার্জী, কোলকাতা, ৭ মে: সোমবার নদিয়া জেলার ধুবুলিয়ায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনী জনসভায় রাজ্য যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দোপাধ্যায় তাঁর দীর্ঘ বক্তব্যের মধ্যে বলেন, তৃণমূল কে হারাতে হাত,হাতুড়ি ও পদ্মফুল এক সাথে মিলিত হয়েছে। যুব নেতার সুরেই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন " মূখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মসূচির সঙ্গে পাল্লা দিতে পারছে না বিরোধিরা,তাই যারা এক সময় সিপিএম করত তারা এখন মাথায় গেরুয়া ফেটি বেঁধে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। এদের না আছে নীতিবোধ, না আছে আদর্শ।" নদিয়া জেলায় ত্রিস্তর নির্বাচনে তৃণমূল প্রার্থীদের সমস্ত আসনে জয়ী করতে বলেন পার্থ- অভিষেক।।