টাকার অভাবে কোনও প্রতিভা যাতে নষ্ট না হয় সে বিষয়ে সচেতন থাকতে ক্রীড়াদপ্তরের কর্তাদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
অজয় মুখার্জী , কলকাতা, ২৪ জানুয়ারি : রাজ্যের অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের বিনামূল্যে চিকিৎসা বিমার আওতায় আনার কথা ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলাশ্রী প্রকল্পের আওতায় কৃতী ক্রীড়া ব্যক্তিত্বদের পুরস্কৃত করার পর মুখ্যমন্ত্রী বলেন, “অবসরপ্রাপ্ত খেলোয়াড়রা রাজ্যের গৌরব। কিন্তু, তাঁদের নিয়ে কেউ ভাবে না।” এরপর অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ আছে। এবার অবসরপ্রাপ্ত খেলোয়াড়রা বেসরকারি হাসপাতালে বছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা বিমার সুযোগ পাবেন।” টাকার অভাবে কোনও প্রতিভা যাতে নষ্ট না হয় সে বিষয়ে সচেতন থাকতে ক্রীড়াদপ্তরের কর্তাদের নির্দেশ দেন তিনি। তিনি বলেন, “টাকার অভাবে কোনও প্রতিভা যেন নষ্ট না হয়। প্রতিভাকে খুঁজে বের করতে হবে। তাদের যত্ন করে বিকশিত করতে হবে।” অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ সফলভাবে আয়োজন করার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা চাই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও এখানে হোক। ১২ ঘণ্টার নোটিসে আমরা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আয়োজন করেছিলাম। ফিফা প্রশংসাও করেছিল। ফিফা চাইলে এখানে এ টু জেড করতে পারে। এবার ডুরান্ড কাপও এখানে হচ্ছে। এটা আমাদের কাছে গর্বের।”
খেলাধূলার জগতে বিশেষ কৃতিত্বের জন্য ১৩ জনকে বাংলার গৌরব, ১১ জনকে খেলসম্মান এবং ১২ জনকে বিশেষ সম্মানে ভূষিত করেন তিনি। বিশেষ সম্মান দেওয়া হয় ৭১ তম সন্তোষ ট্রফি জয়ী ফুটবল দলের সদস্যদেরও। ক্রীড়া গুরু সম্মান পেয়েছেন কোচ সুবাস সরকার। রীতা সেন এবং অরুণ ঘোষ লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান পেয়েছেন ।