মান্নান হোসেন-এর স্মরণসভায় মানুষের ঢল জিয়াগঞ্জে
অজয় মুখার্জী,কোলকাতা : অদ্য ২৩ শে ডিসেম্বর জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজ ময়দানে প্রাক্তন জেলা সভাপতি মান্নান হোসেন- এর স্মরণসভা অনুষ্ঠিত হল এবং আপামর জনসাধারণের জন্য শ্মশানঘাটের নিকট একটি 'স্বাগতম' ফটক উদ্বোধন করলেন উক্ত সভার প্রধান অতিথি তথা পশ্চিমবঙ্গ সরকারের পৌরমন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়।সভায় একাধিক আসন অলংকৃত করেছিলেন লালবাগ মহকুমা তৃণমূল সভাপতি রাজিব হোসেন; ডোমকল পৌরসভার পৌরপিতা সৌমিক হোসেন ও জিয়াগঞ্জ - আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা শ্রী প্রসেনজিৎ ঘোষ, মুর্শিাদাবাদ পৌরসভার পৌরপিতা বিপ্লব চক্রবর্ত্তী ও অন্যান্য নেতৃত্ববর্গ ।