বিদ্যুতের সাব স্টেশন বসানো নিয়ে আদিবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষ : আহত, গোয়ালপোখর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ দত্ত।।

বিদ্যুতের সাব স্টেশন বসানো নিয়ে আদিবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষ : আহত, গোয়ালপোখর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ দত্ত।।

গোয়ালপোখর, ১৯ নভেম্বর : গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার কুটিবস্তি এলাকায় বিদ্যুতের সাব স্টেশন বসানো নিয়ে আদিবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষ । আহত, গোয়ালপোখর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ দত্ত।আদিবাসীদের ছোঁড়া তিরে আহত এক পুলিশকর্মী নিখিল বিশ্বাস ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী ক্যাম্পেও আগুন লাগানোর অভিযোগ উঠেছে। আহত দুই পুলিশকর্মীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।