খালি ঘরে যুবতীকে খুনের হুমকি দিয়ে ধর্ষণ: গ্রেফতার এক
নিউজ ব্যুরো , ১৯ নভেম্বর :এন্টালির মতিঝিল লেনের বাড়িতে একাই থাকেন মা, মেয়ে। প্রৌঢ়া মা পরিচারিকার কাজ করতে বাড়ির বাইরেই থাকেন দিনের অধিকাংশ সময়।সেই সুযোগকেই কাজে লাগায় প্রতিবেশি প্রৌঢ় গুরুপদ পোদ্দার। খালি ঘরে একা থাকা যুবতী মেয়েটিকে খুনের হুমকি দিয়ে ধর্ষণ করে গুরুপদ।মেয়ের মুখে সব কথা শুনে মা পুলিশে অভিযোগ করায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।ওই যুবতীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।