শুধুমাত্র মেয়েদের জন্য ১ কোটি টাকা ব্যয়ে বারাসাতে তৈরী হচ্ছে ফুটবল একাডেমী :কাকলী ঘোষ দোস্তিদার

শুধুমাত্র মেয়েদের জন্য ১ কোটি টাকা ব্যয়ে বারাসাতে তৈরী হচ্ছে ফুটবল একাডেমী :কাকলী ঘোষ দোস্তিদার

প্রিয়াঙ্কা ঠাকুর ,১৯ নভেম্বর ,মধ্যমগ্রাম :মধ্যমগ্রামে বাবু মিত্র স্মৃতি চ্যালেঞ্জ কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন,বারাসাতে ১ কোটি টাকা ব্যয়ে শুধুমাত্র মেয়েদের জন্য তৈরী হচ্ছে ফুটবল একাডেমী ।আজকের খেলায় ৮ টি দলের মধ্যে বিজয়ী হয় নবারুণ সংঘ ।তাদের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক রথীন ঘোষ ।