রাজনীতিতে অনুব্রত মন্ডলের মতো লোকেদের থাকা উচিত নয়:প্রদীপ ভট্টাচার্য

রাজনীতিতে অনুব্রত মন্ডলের মতো লোকেদের থাকা উচিত নয়:প্রদীপ ভট্টাচার্য

নিউজ ব্যুরো ,কলকাতা, ১৯ নভেম্বর :দলের সতর্কবার্তার কোনও তোয়াক্কা না করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।গতকালও মহম্মদবাজারে তৃণমূলের এক কর্মীসভায় অনুব্রত মন্ডল বিরোধীদের চোখ উপড়ে নেওয়ার হুমকি দেন। আজ কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য অনুব্রত মণ্ডলের বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গে বলেন, “রাজনীতিতে এই ধরনের লোকের থাকা উচিত নয়।”তিনি বলেন, “আমি ঘৃণার সঙ্গে মনে করি,  এই ধরনের লোকজনের কোনও দলেরই প্রয়োজন নেই। রাজনীতিতে এই ধরনের লোকের থাকা উচিত নয়।যাদের সৌজন্যবোধ নেই, তাদের রাজনীতি করা উচিত নয়।”