চলন্ত গাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে চালক মৃত,আহত চার্ পথচারী
মুম্বই, ১৬ নভেম্বর :মুম্বইয়ের মহিমের প্যারাডাইস সিনেমার কাছে চলন্ত গাড়িতেই এক ট্যাক্সি চালকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিটি ফুটপাথের পথচারীদের ধাক্কা মারে । এই ঘটনায় আহত চার্ পথচারী।
গতরাতে ট্যাক্সি নিয়ে ক্যাডেল রোডের উপর দিয়ে প্যারাডাইস সিনেমার দিকে যাচ্ছিলেন ওই চালক। চলন্ত গাড়িতেই রাজ দুবে (৫০) নামের ওই চালকে অসুস্থ বোধ করেন।নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফুটপাথের চার পথচারীকে ধাক্কা মারে।এই ঘটনায় আহত চারজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । তবে, ঘটনাস্থানেই মৃত্যু হয় রাজের।