পাহাড়ে আরও অস্ত্র উদ্ধার

পাহাড়ে আরও অস্ত্র উদ্ধার

নিউজ ব্যুরো,কালিম্পং, ১২ নভেম্বর : পাহাড়ে আরও অস্ত্র উদ্ধার হল । কালিম্পঙের পেদং থেকে দুটি নাইন এম এম পিস্তল, একটি রিভলভার, ৩টি ম্যাগাজ়িন সহ  ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করল পুলিশ।এলাকার বাসিন্দারা নামগাইল ভুটিয়া নামে এক ব্যক্তির কাছে প্রায়ই অস্ত্র দেখতে পেতেন ।পুলিশের কাছে খবর যায় চন্দ্র রাই নামে এক ব্যক্তি পাহাড়ে এসেছে নামগাইল ভুটিয়াকে বেশ কিছু অস্ত্র দিতে।খবর পেয়েই হানা দেয় পুলিশ।তবে, দু’জনই পালিয়ে যায়। দুটি ব্যাগ থেকে উদ্ধার করা অস্ত্র।