বিশ্ববাংলা সরকারি প্রতিষ্ঠান নয়, এটি একটি কোম্পানি; যার মালিক অভিষেক: মুকুল
কলকাতা, ১০ নভেম্বর : প্রথমবার প্রকাশ্য জনসভায় আজ মুকুলরায়ের বক্তব্যে এককথায় চাপে তৃণমূল কংগ্রেস। মমতার বিরুদ্ধে খুব বেশি কিছু বলেননি। শুধু একটা কথাই বাংলার মানুষের মনকে নড়িয়ে দিতে বাধ্য। “মমতা পালটে গেছেন।” আজকের সভায় মুকুলের আক্রমণেরমূল লক্ষ্য ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পার্থ চট্টোপাধ্যায়।
শুরুই করলেন, পালটে গেছেন মমতা বলে। বললেন, “ক্ষমতায় আসার আগে স্লোগান ছিল বদলা নয় বদল চাই। ক্ষমতায় এসে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে।রাজ্যের পরিস্থিতি ২০০৬-এর মতো। বিরোধীদের জেলে পোড়া হচ্ছে। পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে। যেসব প্রতিশ্রুতি দিয়ে মমতা ক্ষমতায় এসেছিলেন, তার একটাও পালন হয়নি।”সংখ্যালঘু তোষণ নিয়েও মুখ খোলেন মুকুল। বলেন, “দুর্গাপুজো, লক্ষ্মী পুজো বন্ধ করা হচ্ছে। সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন মমতা ব্যানার্জি।” ।
মুখ্যমন্ত্রীর সাধের বিশ্ববাংলাকে কটাক্ষ করে বলেন, “ওটা কোনও সরকারি প্রতিষ্ঠান নয়। একটি কম্পানি। যার মালিক অভিষেক। বিশ্ববাংলার ব্যানারে বিশ্বকাপ ফুটবল হল।” মুকুল রায় দাবি করেন, জাগো বাংলার মালিকও অভিষেক।
মুকুল রায় অভিযোগ করেন, “নাকতলা উদয়নের বিজ্ঞাপন দিচ্ছে চিটফান্ড কম্পানি। ওই ক্লাবের সভাপতি পার্থ চট্টোপাধ্যায়।” সারদা ইস্যুতে মুকুল স্বীকার করেন ডেলোতে বৈঠকের কথা। বলেন, “অ্যাম্বুলেন্স, মিডিয়া ও টুরিজ়ম সেক্টরে ১৪০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন সুদীপ্ত সেন। শুধু ডেলো নয়, কলকাতাতেও সারদার একাধিক বৈঠক হয়েছিল। শুভাপ্রসন্নের বাড়িতে বৈঠক হয়েছিল। উপস্থিত ছিলেন সুদীপ্ত সেন।”