কলকাতা থেকে খুলনা রেলপথে বন্ধন এক্সপ্রেসের আনুষ্ঠানিক সূচনা করলেন নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিউজ ব্যুরো,কলকাতা, ৯ নভেম্বর : আজ ভারত-বাংলাদেশ যৌথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতা থেকে খুলনা রেলপথে বন্ধন এক্সপ্রেসের আনুষ্ঠানিক সূচনা করলেন নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।
বাংলাদেশের গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্ধন এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান । তিনি বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করে তিনি খুশি। প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর মতোই সম্পর্ক থাকা দরকার। বন্ধন এক্সপ্রেস ও ননস্টপ মৈত্রী এক্সপ্রেসের মাধ্যমে দু’দেশে যাতায়াতে সুবিধা হবে। তিনঘণ্টা সময় কম লাগবে ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,যাত্রী সুবিধার জন্য এটি একটি বড় পাওনা। বন্ধন এক্সপ্রেসের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্কের বন্ধন আরও মজবুত হল। আজকে এপার বাংলা ও ওপার বাংলার জন্য এটি একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন। দু’দেশের সংস্কৃতি, ঐক্য ও ভাষার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনাকে ভারতে আসার আমন্ত্রণও জানান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বন্ধন শুধু দুই দেশের রেলের নয়, দুই দেশের জনগণের মধ্যেও বন্ধন সৃষ্টি করবে। এতে দু'দেশই লাভবান হবে।একই ভাবে তিনিও বাংলাদেশে যাওয়ার জন্য নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান ।
আজ আনুষ্ঠানিক সূচনা হল বন্ধনের । কলকাতার চিৎপুর থেকে খুলনা পর্যন্ত মোট ১৭২ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে সাড়ে চার ঘণ্টা । সপ্তাহে প্রতি বৃহস্পতিবার করে চলবে এই ট্রেন। পেট্রাপোল ও বেনাপোলে ১০ ও ১৫ মিনিট করে দাঁড়াবে।