মুকুল রায় জানিয়ে দিলেন, জাতীয় স্তরে তাঁর নেতার নাম অমিত শাহ। আর রাজ্যে তাঁর ক্যাপ্টেন দিলীপ ঘোষ

মুকুল রায় জানিয়ে দিলেন, জাতীয় স্তরে তাঁর নেতার নাম অমিত শাহ। আর রাজ্যে তাঁর ক্যাপ্টেন দিলীপ ঘোষ

নিউজ ব্যুরো :দিল্লি থেকে কলকাতায় ফিরলেন মুকুল রায় । ফিরেই বিজেপির প্রধান কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন তিনি।আজকের বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ছিলেন।মুকুল রায় বলেন, তিনি  বাংলায় যে পরিবর্তন চেয়েছিলেন সেই পরিবর্তন আসেনি।যাঁরা বাংলায় পরিবর্তন চান তাঁদের  সকলকে বিজেপিতে যোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।তিনি বলেন, ''বিজেপি হল সেই পার্টি যা আগামী দিনে পশ্চিমবাংলা শাসন  করবে। এরাজ্যের গণতন্ত্রে পরিবর্তন আনবে।''সদ্য তৃণমূল ছেড়ে আসা মুকুল রায় জানিয়ে দিলেন, জাতীয় স্তরে তাঁর নেতার নাম অমিত শাহ। আর রাজ্যে তাঁর ক্যাপ্টেন দিলীপ ঘোষ।

মুকুল রায় বলেন, " অনেক কিছু বলার আছে। তবে আজ আর কিছু বলব না। ১০ তারিখের (১০ নভেম্বর শহিদ মিনারে বিজেপির  জনসভা আছে) জনসভায় বলব। শুধু বলব, এরাজ্যে ভারতীয় জনতা পার্টি অভীষ্ট লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে।"