কেরালা হাইকোর্টের আদেশে শ্রীশন্থের উপরে বহাল আজীবন নির্বাসন

কেরালা হাইকোর্টের আদেশে শ্রীশন্থের উপরে বহাল আজীবন নির্বাসন

কোচি, ১৭ অক্টোবর : আজ বড়সড় ধাক্কা খেলেন শান্তাকুমারন শ্রীশন্থ ।আজ , তাঁর উপরে আজীবন নির্বাসনের সাজা বহাল রাখল কেরালা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । অগাস্ট মাসে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ভারতের এই পেস বোলারের উপর থেকে আজীবন নির্বাসনের খাঁড়া তুলে নেওয়ার আদেশ দিয়েছিল।আর, বি সি সি আই  সেই আদেশের বিপক্ষে ফের আপিল করে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আবেদন করা হয় যে, শ্রীশন্থের উপর থেকে নির্বাসন তুলে নেওয়া একেবারে উচিত হবে না।আজকের রায় ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে ফের স্বস্তির হাওয়া বয়ে আনল।