স্নান করতে নেমে ময়ূরাক্ষী নদীতে তলিয়ে গেল তিনজন

স্নান করতে নেমে ময়ূরাক্ষী নদীতে তলিয়ে গেল তিনজন

সাঁইথিয়া, ১৭ অক্টোবর : স্নান করতে নেমে ময়ূরাক্ষী নদীতে তলিয়ে গেল তিনজন। ছট পুজো উপলক্ষ্যে গতকাল দুপুরে ময়ূরাক্ষী নদীতে ঘাট বানাতে যায় সাতজন। ঘাট বানানোর শেষে একসাথে সকলে স্নান করতে নামে ময়ূরাক্ষীতে। এরপরই  তারা প্রচন্ড স্রোতে তলিয়ে যেতে থাকে। দুজন কোনওমতে উঠে এসে গ্রামের বাসিন্দাদের বিষয়টি জানায়। খবর পৌঁছায় সাঁইথিয়া থানায়। পুলিশ, দমকল ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগায়। মৃত অবস্থায় মনোজিৎ প্রসাদ(১০),মুন্না মাহাত (২০)ও নিরোজ মাহাত (১৮) কে উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ দুইজন। তাদের খোঁজে তল্লাশি চলছে।