প্রধানমন্ত্রীর দপ্তরের দোতলায় আগুন

প্রধানমন্ত্রীর দপ্তরের দোতলায় আগুন

দিল্লি, ১৭ অক্টোবর: আজ ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে প্রধানমন্ত্রীর দপ্তরের দোতলায় একজন সেকশন অফিসারের ২৪২ নম্বর ঘরে।তবে,২০ মিনিটেই ১০ টি ইঞ্জিনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।কম্পিউটারের ইউ পি এস থেকেই আগুন লেগেছিলো বলে জানা গেছে।