গোর্খা জনমুক্তি মোর্চাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি করল আমরা বাঙলি নেতৃত্ব
শিলিগুড়ি, ১৫ অক্টোবর : গোর্খাল্যান্ড আন্দোলনের নামে পাহাড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা। তাই , অবিলম্বে এই দলকে সন্ত্রাসবাদী দল হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তোলা হলো আমরা বাঙালির তরফে।
রবিবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে আমরা বাঙালির কেন্দ্রীয় কমিটির সচিব খুশিরঞ্জন মণ্ডল বলেন, জিটিএ চুক্তি স্বাক্ষরের সময়েই তাঁরা বলেছিলাম যে এটা ঠিক কাজ হচ্ছে না। এর ফলে সমস্যা তৈরি হবে। আর সেটাই হল। আজ পাহাড়ে আগুন জ্বলছে।তিনি বলেন, আন্দোলনের নামে সন্ত্রাসবাদী কর্যকলাপ চালাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা। অতীতেও এর প্রমাণ পাওয়া গেছে। দার্জিলিং সহ কালিম্পঙে উদ্ধার হওয়া অস্ত্রও এর প্রমাণ দিচ্ছে।তাই, এই দলকে অবিলম্বে সন্ত্রাসবাদী দল হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান তিনি ।এবিষয়ে দলের তরফে তাঁরা রাজ্য ও কেন্দ্রের কাছে একটি স্মারকলিপি দেবেন তাঁরা।