কালিম্পং পুরসভাও বিনয় তামাং-অনীত থাপা জুটির হাতে আসছে

কালিম্পং পুরসভাও বিনয় তামাং-অনীত থাপা জুটির হাতে আসছে

দার্জিলিং: ইতিমধ্যে বিনয় তামাং-অনীত থাপা জুটির হাতে  দুটি পৌরসভা কার্শিয়াং ও দার্জিলিং দখলে এসেছে, এবার কালিম্পং পুরসভাও তাদের দখলে আসা শুধু সময়ের অপেক্ষা। যে গোর্খাল্যান্ডের আন্দোলনকে সামনে রেখে বিমল গুরুং পাহাড়ের বাদশা হয়ে উঠেছিলেন, সেই বিমল গুরুং ক্রমশ নিঃসঙ্গ হচ্ছেন পাহাড়ে।তাঁকে ছেড়ে ক্রমশ বিনয় তামাং-অনীত থাপা জুটির দিকেই ঝুঁকছেন পাহাড়বাসী।ধীরে ধীরে জিটিএ’র প্রশাসক বোর্ডের চেয়ারম্যান বিনয় গুরুং পাহাড়ের কর্তৃত্ব দখলে আনছেন।কার্শিয়াং পুরসভারও সমস্ত কাউন্সিলার বিনয়কে সমর্থন জানানোর পর বিমলের খাসতালুক দার্জিলিং পুরসভার ১৯ জন কাউন্সিলার রবিবারই বিনয় শিবিরে যোগ দেন। এবার কালিম্পং পুরসভাও বিনয় তামাং-অনীত থাপা জুটির হাতে আসা শুধু সময়ের অপেক্ষা । কালিম্পংয়ে যে স্যামুয়েলের হাত ধরে সংগঠন মজবুত করেছিলেন গুরুং, সেই স্যামুয়েলও ইতিমধ্যে বিনয় তামাং-অনীত থাপা জুটির শিবিরে। শুধু তাই নয়,বিনয়-অনীত জুটিকে সমর্থন করেছেন বিমলের ঘনিষ্ঠ কার্শিয়াংয়ের বিধায়ক রোহিত শর্মাও।আজ, মঙ্গলবার কালিম্পংয়ে যাচ্ছেন অনীত থাপা।অনীতের সফরেই মধ্যেই কালিম্পং পুরসভা তাঁদের হাতে আসতে পারে বলে ধারণা বিনয় তামাং-অনীত থাপা শিবিরের। অনীত দেখা করতে পারেন কালিম্পংয়ের বিধায়কের সঙ্গেও ।  রাজনৈতিক মহল বলছে, বিনয়কে ঘরছাড়া করার কথা বলে এখন বিমল গুরুংই পাহাড় ছাড়া হতে চলেছেন।