শনিবার বিজেপির বিরুদ্ধে মদন মিত্রকে দেখা গেলো আগের ফর্মেই

শনিবার বিজেপির বিরুদ্ধে মদন মিত্রকে দেখা গেলো আগের ফর্মেই

নিউজ ডেস্ক : মুকুল রায় চলে যাওয়ার পর মদন মিত্রকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনার শেষ ছিল না।তবে, শনিবার বিজেপির বিরুদ্ধে মদন মিত্রকে দেখা গেলো আগের ফর্মেই । বিজেপিকে চাঁচাছোলা ভাজায় আক্রমণের করে মদন মিত্র  বলেন " জো মমতা কো ঠুকরায়ে গা ও চুর চুর হো জায়েগা "।শনিবার তিনি দিলীপ ঘোষ কে দাঙ্গাবাজ বলেও অভিহিত করেন ।রাজনৈতিক মহলের ধারণা মুকুল রায় চলে যাওয়ার পর তৃণমূলের আর কোনো নেতাই যেন মুকুল রায়ের পথে পা না বাড়ান সেব্যাপারে তৃণমূল নেতৃত্ব এখন যথেষ্ট সতর্ক।তাই, মদন মিত্রকে যথেষ্ট গুরুত্ব দিতে শুরু করেছে দল।