নামখানা-শিয়ালদা লোকাল ট্রেনে কাটা পড়ে মৃত্যু ৩ মহিলার

নামখানা-শিয়ালদা লোকাল ট্রেনে কাটা পড়ে মৃত্যু ৩ মহিলার

নামখানা, ৬ অক্টোবর : নামখানার উকিলের হাট স্টেশনে নামখানা-শিয়ালদা লোকাল ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ৩ মহিলার।
মাথায় বোঝা নিয়ে উকিলের হাট স্টেশনের কাছে রাজনগর লেভেল ক্রসিংয়ের পাশ দিয়ে ট্রেন লাইন পেরোচ্ছিলেন তিনজন। ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে না পারায় ট্রেনে কাটা পড়েন তাঁরা। ওই তিন মহিলা সুপারি কিনতে বেরিয়েছিলেন বলে জানা গেছে । স্থানীয়দের অভিযোগ, লেভেল ক্রসিংয়ে প্রহরী না থাকার ফলেই এই দুর্ঘটনা। দুর্ঘটনার পর এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়ায় । উল্লেখ্য,রাজনগর লেভেল ক্রসিংয়ে একজন প্রহরীর দাবি দীর্ঘদিনের।রেলপুলিশ তিন মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।