ধর্মণ সিং নামে বিএসএফ-এর এক আধিকারিক গুলি চালিয়ে আত্মঘাতী

ধর্মণ সিং নামে বিএসএফ-এর এক আধিকারিক গুলি চালিয়ে আত্মঘাতী

মালকানগিরি (ওড়িশা), ৫ অক্টোবর : ধর্মণ সিং নামে বিএসএফ-এর এক আধিকারিক গুলি চালিয়ে আত্মঘাতী হলেন । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , পারিবারিক সমস্যার জেরেই  তিনি আত্মঘাতী হয়েছেন ।
ওড়িশার মালকানগিরি জেলার নায়কগুডা এলাকায় গতকাল রাতে ঘটেছে এই ঘটনা । সঙ্গে সঙ্গে তাঁকে মালকানগিরি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই  তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।ধর্মণ সিং নায়কগুডাতে বিএসএফ-এর ৮৫ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।হতাশা ও পারিবারিক সমস্যাজনিত কারনেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলেই মনে করা হচ্ছে।