এবার আবার নতুন ভাবে বিতর্কে জড়ালেন সেই স্বঘোষিত ধর্মগুরু রাধে মা:রাধে মা এসএইচও-র চেয়ারে বসে আছেন

এবার আবার নতুন ভাবে বিতর্কে জড়ালেন সেই স্বঘোষিত ধর্মগুরু রাধে মা:রাধে মা এসএইচও-র চেয়ারে বসে আছেন

দিল্লি, ৫ অক্টোবর : এর আগে স্বঘোষিত ধর্মগুরু রাধে মা-র বিরুদ্ধে এক ব্যক্তিকে ফোনে হুমকি এবং হেনস্থার অভিযোগ উঠেছিল । শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় স্বঘোষিত ধর্মগুরু রাধে মা-র  মিনি স্কার্ট পরা লাস্যময়ী ছবি ভাইরাল হয়ে যায়।
এবার আবার নতুন ভাবে বিতর্কে জড়ালেন সেই স্বঘোষিত ধর্মগুরু রাধে মা। তাঁকে, দিল্লির বিবেক বিহার থানায় স্টেশন হাউস অফিসারের চেয়ারে বসতে দেখা গেছে।ছবিতে দেখা গেছে, রাধে মা এসএইচও-র চেয়ারে বসে আছেন। আর তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং এসএইচও হাতজোড় করা অবস্থায়।তাঁর ভক্তি উপচে পড়ছে রাধে মার প্রতি।তাঁর গলায় লাল রঙের একটি শাল জড়ানো রয়েছে ।  
এই ছবি প্রকাশ্যে আসায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।চর্চা শুরু হয়েছে যে , কীভাবে তাঁকে নিজের আসন ছেড়ে দিলেন ওই পুলিশ আধিকারিক তা নিয়ে।