গুজরাট হাইকোর্টে গুজরাট দাঙ্গায় জাকিয়া জাফরির আবেদন খারিজ হয়ে গেলো

গুজরাট হাইকোর্টে গুজরাট দাঙ্গায় জাকিয়া জাফরির আবেদন খারিজ হয়ে গেলো

আমেদাবাদ , ৫ অক্টোবর : গুজরাট হাইকোর্টে গুজরাট দাঙ্গায় জাকিয়া জাফরির আবেদন খারিজ হয়ে গেলো। জাকিয়া জাফরি মোদীর বিরুদ্ধে পুনরায় তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। এই মামলায় জাকিয়া জাফরির সঙ্গে আরেক আবেদনকারী ছিলেন সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়।
সুপ্রিমকোর্টের গঠিত বিশেষ তদন্তকারী দল গোধরা পরবর্তী দাঙ্গায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকজন আমলা ও প্রশাসনিক আধিকারিককে ক্লিনচিট দিয়েছিলো। এসআইটি-র ক্লিনচিটের বিরুদ্ধে প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি  নিম্ন আদালতে মামলা করেন ।এহসান জাফরি খুন হয়েছিলেন গুলবার্গ সোস্যায়টিকাণ্ডে। কিম্তু , নিম্ন আদালতেও এসআইটি-র সিদ্ধান্তই বহাল থাকে। এরপরই জাকিয়া জাফরা ও তিস্তা শীতলওয়াড় সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন ।
নিম্ন আদালতের বিচারক জানিয়েছিলেন যে , এসআইটিকে মোদীর বিরুদ্ধে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই তাঁর।