সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল , বাসে আগুন

সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল , বাসে আগুন

কান্দি , ৫ অক্টোবর : কান্দি-বহরমপুর রাজ্য সড়কের জীবন্তিতে সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল , বাসে আগুন।মৃত কিশোরের নাম টুটুল শেখের (১৫) মৃত্যুর পর উত্তেজিত জনতা বাসে আগুন লাগিয়ে দেয়।ঘটনাস্থলে পুলিশ, পৌঁছলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে । ঘটনার জেরে প্রায় দু ঘণ্টা কান্দি-বহরমপুর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।
আজ দুপুরে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল টুটুল। জীবন্তির কাছে হঠাৎই দ্রুত গতিতে একটি  সরকারি বাস তাকে পিছন থেকে ধাক্কা মারায় ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে সে।এরপর উত্তেজিত জনতা বাসটিতে  ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় । বিক্ষোভের মুখে পড়ে পুলিশ।দমকল কর্মীদেরও ঢুকতে দেওয়া হয়নি।