বেআইনি মদের দোকান ভাঙচুর করলো এলাকার মানুষ
বাগদা, ৫ অক্টোবর : উত্তর ২৪ পরগনার বাগদায় একটি মদের দোকান ভাঙচুর করলো এলাকার মানুষ । অভিযোগ, বেআইনিভাবে ব্যবসা চালালেও পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি । তাই, স্থানীয় মানুষ নিজেরাই মদের দোকান বন্ধ করার সিদ্ধান্ত নেন । দোকান ভাঙচুর করে উদ্ধার হয় প্রচুর দেশি মদের বোতল। সেগুলি রাস্তায় ফেলে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ । বাগদা থানার পুলিশ আসায় অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় দোকান মালিক কৃষ্ণ সাহা।
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, কৃষ্ণ সাহা দীর্ঘদিন ধরেই বেআইনি মদের ব্যবসা চালাচ্ছিলো । এলাকার বাসিন্দারা নিষেধ করলেও এই ব্যবসা বন্ধ করেনি সে । বেআইনি মদের দোকানের বিরুদ্ধে থানায় স্মারকলিপিও জমা দেওয়া সত্ত্বেও কোনও উদ্যোগ নেয়নি পুলিশ। সকাল থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত খোলা থাকত দোকান। এলাকার কিছু মানুষ এবং বহিরাগতরা এখানে মদ খেয়ে দিনরাত মাতলামি করত বলেই অভিযোগ।